ডোমেস্টিক পারপাশে ফ্যান বলতে আমরা
যা বুঝি তা সিলিং ফ্যান টেবিল ফ্যাল,ওয়াল ফ্যান ,স্ট্যান্ড ফ্যান ইত্যাদি।দেখতে
আলাদা হলেও সবই আসলে একই জিনিস।সবই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর।কোনো মোটরের ক্ষমতা
নির্ভর করে মূলত ভোল্টেজ আর কারেন্টের উপর।একই শক্তি পাওয়ার জন্য যদি ভোল্টেজ কমান
তা হতে তার সাথে কারেন্ট বাড়াতে হবে আবার যদি কারেন্ট কমাতে চান তা হলে ভোলেজ
বাড়াতে হবে। কিন্তু প্রতিটা মোটরেরই সর্বোচ্চ ভোল্টেজ বা কারেন্ট লিমিট আছে তার
বেশী দেওয়া হলে সেটি অবধারিত ভাবে খারাপ হবে।
বিভিন্ন কলকারখানা থেকে আমাদের
কাছে সাধারনত যে মোটরগুলি আসে রিওয়াইন্ডিং এর জন্য তাদের বেশীরভাগের কয়েল পুড়ে
যাওয়ার কারন লো ভোল্টেজ।মনে করুন মেসিন একটা নির্দিষ্ট লোড নিয়ে কাজ করছে, হটাৎ
করে ভোল্টজ লো হয়ে গেল এখন মোটর চাইবে তার শক্তি কন্সট্যান্ট রাখতে ফলে সাপ্লাই
থেকে আরো বেশী কারেন্ট টানবে।
কোনো তারের ভিতর দিয়ে যখন বিদ্যুৎ
প্রবাহ হয় তখন তার টি গরম হতে থাকে এই তাপ উৎপাদনের হার তারের ভিতর দিয়ে যাওয়া কারেন্টের
বর্গের সমানুপাতিক। মানে কারেন্ট দ্বিগুন বাড়লে তাপ চার গুন বাড়বে।
ঠিক এই কারনে লো ভোল্টেজে লোড সহ
মোটর বেশী কারেন্ট টানে ফলে মোটরের ওয়াইন্ডিং এর তার খুব গরম হয়ে যায় এবং একসময়
পুড়ে যায়।
এই লো ভোল্টেজ থেকে আমরা মোটরকে
বাচানোর জন্য আন্ডারভোল্টেজ রিলে ও সার্কিট ব্রেকার লাগানোর পরামর্শ দিই। কাষ্টমার
রা সাধারনত বড় মোটর গুলির প্রোটেকশন এর জন্য আমাদের বলেন কিন্তু ছোট মোটরগুলিই
খারাপ হয় বেশী।
এত গেল ইন্ডাস্ট্রিয়াল থ্রি ফেজ
মোটরের কথা। এবার একটা মজাদার প্রশঙ্গে আসি। বলুন তো পাখা তে লোড কী? পাখার লোড কি
সবসময় এক থাকে?
এক তো পাখার নিজের ব্লেডের ওজন কে
তা প্রথমে তার স্থিতিজাড্য থেকে সরাতে হয় তাই ব্লেডের ওজন অবশ্যই একটা লোড লোড।
আর একটা লোড আছে তা হল ভিস্কাস
ফ্রিকশান( viscous
friction ) লোড। যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা
করছেন তারা ভালো বুঝতে পারবেন।দুটি তলের মধ্যে ভিস্কাস ফ্রিকশন তাদের রিলেটিভ
ভেলোসিটির উপর নির্ভর করে।এর অর্থ হল এই যদি একটি বাতাসের স্তর আর পাখার ব্লেড কে
তল হিসাবে কল্পনা করি তা হলে ফ্যানের ব্লেডের স্পীড যত বাড়বে বাতাস ফ্যানের ব্লেড
কে ঘুরতে তত বেশী বাধা দেবে।এই বাধা টপকনোর জন্য ফ্যানের মোটর কে আরো বেশী শক্তি
প্রদান করতে হবে। যারা ফ্যানের মোটর ডিজাইন করে তারা স্টেডি স্টেট পাওয়ার এর কথা
বিবেচনা করেই ডিজাইন করে।
ভোল্টেজ কম হলে মোটর স্লো হয়ে যায়
ফলে স্লিপ বেড়ে যায় ।যার ফলে রোটর কারেন্টের ফ্রীকোয়েন্সী বেড়ে যায় ফলে রোটরের
পাওয়ার লস বেড়ে যায় ও রোটর গরম হতে শুরু করে। বেশীর ভাগ মোটরের রোটর সলিড স্কুইরেল
কেজ টাইপের হওয়ার জন্য পোড়ে না কিন্তু স্টেটর ওয়াইন্ডীং পুড়ে যায়।
তা হলে এখন কি করবেন
ভোল্টেজ যদি খুব কম না হয় (১৫০
১৮০ভোল্ট) তা হলে চালাতে পারেন তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ভোল্টেজ এর কম হলে
চালাবেন না।
কিন্তু মনে করুন আপনি রাতে ফ্যান
চালিয়ে ঘুমিয়ে গেছেন আর ভোল্টেজ খুব লো হয়ে গেছে তা হলে কি করবেন?
আমাদের কাছে এমন ডিভাইস আছে যা
ভোল্টেজ লো হলেই অটোমেটিক ফ্যান কে ডিস্কানেক্ট করে দেবে। তা আর বাড়িতে লাগিয়ে কাজ
নেই খাজনার থেকে বাজনা বেশী হয়ে যাবে।এগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাশে ইউজ হয়।
আজ এপর্যন্তই।আপনারো কোনো প্রশ্ন
থাকলে পেজের ইনবক্সে করতে পারেন। কাজে লাগলে শেয়ার করতে পারেন।
by- A. Maity (JEE)
Comments
Post a Comment