সার্কিট ডায়াগ্রাম কপি করার চেয়ে নিজেই বুঝে নিন ব্যাপার তা , নিজেই করুন নিজের সার্কিট (ধারাবাহিকপোস্ট =4)
বায়াসিং কি পড়ে নিন,
আমি বলেছিলাম যে , বেস কারেন্ট সমান্যতম পরিবর্তনে কালেক্টর কারেন্ট এ বিশাল পরিবর্তন হয় ,
সব থেকে সিম্পল transistor সার্কিট টি দেখুন ,এটি একটি ব্যাটারী দিয়ে বায়াস করা হয়েছে , এখন আপনি আঙ্গুল দিয়ে বেস আর কালেক্টর পিন দুটো কে একসাথে টাচ করুন , দেখবেন LED টি জলছে ,
এবার বলি কি করে হলো , আপনি আবার ভাববেন না যেন আপনার আঙ্গুল টি একটা পরিবাহীর মতো কাজ করে সার্কিট তা কে কমপ্লিট করে LED তা কে অন করেছে , আসলে আমাদের চামড়ার resistance অনেক বেসি একটা ৯ ভল্ট এর ব্যাটারী লাগালে চামড়ার মধ্য দিয়ে যে কারেন্ট যায় তা অতি নগন্য (সেন্সর এর কথা ভাবুন ), ইটা একটা LED কে সরাসরি জালাতে পারবে কি ? না , তবে ভোল্টেজ একটু বেসি হলে খুব সামান্য জলবে ,এমনি টুনি ল্যাম্প হলে জলবেই না, যাক সে কথা , তা হলে হলো তা কি ?
আসলে আপনি আঙ্গুল দিয়ে টাচ করে সামান্য পরিমান বেস কারেন্ট তৈরী হয় , আবার এটাই transistor এর ধর্ম অনুযায়ে amplified হয় ,আসলে এই এই বিবর্ধিতি কালেক্টর কারেন্ট LED টা কে জালায় ,
আমি কি পারলাম বোঝাতে ?
এবার বলি মজার জিনিস ,আপনার আঙ্গুল আর জাগায় দিন জল ,দেখুন কি হয় ,আমাকে বলবেন কিন্তু ,
আমদের শ্রদ্ধেও সেন্টু স্যার তার tank এর জল এর পোস্ট তা তে প্রায় একই রকম কনসেপ্ট ব্যবহার করেছেন , ওনাকে অনেক ধন্যবাদ ,
পরের পোস্ট গুলো তে একটু জটিলের দিকে যাবো , কেমন লাগলো জানাবেন কিন্তু , তাহলে আজকের মত গুড নাইট।সবাই ভালো থাকবেন।
ফেস বুকে আমি
আমি বলেছিলাম যে , বেস কারেন্ট সমান্যতম পরিবর্তনে কালেক্টর কারেন্ট এ বিশাল পরিবর্তন হয় ,
সব থেকে সিম্পল transistor সার্কিট টি দেখুন ,এটি একটি ব্যাটারী দিয়ে বায়াস করা হয়েছে , এখন আপনি আঙ্গুল দিয়ে বেস আর কালেক্টর পিন দুটো কে একসাথে টাচ করুন , দেখবেন LED টি জলছে ,
এবার বলি কি করে হলো , আপনি আবার ভাববেন না যেন আপনার আঙ্গুল টি একটা পরিবাহীর মতো কাজ করে সার্কিট তা কে কমপ্লিট করে LED তা কে অন করেছে , আসলে আমাদের চামড়ার resistance অনেক বেসি একটা ৯ ভল্ট এর ব্যাটারী লাগালে চামড়ার মধ্য দিয়ে যে কারেন্ট যায় তা অতি নগন্য (সেন্সর এর কথা ভাবুন ), ইটা একটা LED কে সরাসরি জালাতে পারবে কি ? না , তবে ভোল্টেজ একটু বেসি হলে খুব সামান্য জলবে ,এমনি টুনি ল্যাম্প হলে জলবেই না, যাক সে কথা , তা হলে হলো তা কি ?
আসলে আপনি আঙ্গুল দিয়ে টাচ করে সামান্য পরিমান বেস কারেন্ট তৈরী হয় , আবার এটাই transistor এর ধর্ম অনুযায়ে amplified হয় ,আসলে এই এই বিবর্ধিতি কালেক্টর কারেন্ট LED টা কে জালায় ,
আমি কি পারলাম বোঝাতে ?
এবার বলি মজার জিনিস ,আপনার আঙ্গুল আর জাগায় দিন জল ,দেখুন কি হয় ,আমাকে বলবেন কিন্তু ,
আমদের শ্রদ্ধেও সেন্টু স্যার তার tank এর জল এর পোস্ট তা তে প্রায় একই রকম কনসেপ্ট ব্যবহার করেছেন , ওনাকে অনেক ধন্যবাদ ,
পরের পোস্ট গুলো তে একটু জটিলের দিকে যাবো , কেমন লাগলো জানাবেন কিন্তু , তাহলে আজকের মত গুড নাইট।সবাই ভালো থাকবেন।
ফেস বুকে আমি
Comments
Post a Comment