জন্ম দিনে বেলুন ফাটান একটু অন্য ভাবে (ছোটোদের জন্য)
তখন ছোটো ছিলাম, মামার ছেলের অন্নপ্রাশনে গেছি মামার বাড়ি। তখন জন্মদিনে বেলুন
ফাটানো ছিল এক মজার জিনিস, কে কটা ফাটাতে পারে তাই নিয়ে ভাই দের মধ্যে প্রতিজোগিতা।
কিন্তু সেবার ছিল বিধি বাম, বেলুন গুলো লটকানো হয়েছে প্যান্ডেলের ছাঁদ থেকে। হাত
পায় না কিছুতেই।কিন্তু বেলুন তো ফাটাতেই হবে। হঠাত একটা কুট বুদ্ধি এলো মাথায়। ভাঙ্গা পেন
এর রিফিল দিয়ে বানালাম মিনি পিস্তল।
খুব সহজ,ছবি গুলো দেখলেই বুঝতে পারবেন, স্টেপলার এর পিনের আগায় রিফিলের পেছন
তা ঢোকান, রাবার টা টানুন, পেনের খাপের ফুটো দিয়ে বেলুনের দিকে তাক করুন, এবার রিফিল
তা ছাড়ুন। আর দুম ফটাস।
আমার সাদামাটা ছোট্ট ব্লগ
টা ঘুরে আসতে পারেন।
Comments
Post a Comment