জাপানের মনোরেলের নাম নিশ্চই সকলের শোনা, এর গতিবেগ ঘন্টায় প্রায় ৬০০ থেকে ৭০০ কিমি।যেখানে ভারতে বড়জোর ১২৫ কিমি।
এটা হল ম্যাগল্যাভ ট্রেন,চলে তড়িৎচুম্বকের শক্তিতে। চুম্বকের উপর চুম্বকের ভেসে
থাকা এটাই ম্যাগনেটিক লেভিটেশন।আমরা জানি চুম্বকের সমমেরূ পরস্পর কে দূরে ঠেলে দেয়। এই সহজ নীতির উপর ভিত্তি করে বানানো হয়েছে মনোরেল।
সিঙ্গেল লাইনে চলে, মাথার উপর দিয়ে, সম্ভবত এই কারনেই একে মনোরেল বলা হয়। এই ট্রেনে ইঞ্জিনের কোনো প্রোয়জন নেই, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড একে প্রয়োজনীয় শক্তি প্রদান করে..
ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলতে গেলে এটা লিনিয়ার ইন্ডাকশান মোটর।
ভারতে কিছুদিন আগে এমন ট্রেন আনার পরিকল্পনা চলছিল। বিশেষ কিছু লিমিটেশনের জন্য যা সম্ভব হয়নি,
প্রথমত শুরু করতে খরচ প্রচুর, এরপর এর লোডিং এর একটা লিমিট আছে, ভারতের মতো ওভারপপুলেটেড দেশে এটা মেইনটেন করা কঠিন।
লম্বা সোজা লাইনের প্রয়োজন, জমির সমস্যার জন্য এটা করা কঠিন।
তবে ভবিষ্যতে কোনোদিন নিশ্চই হবে এই আশাতেই থাকা ভালো।
ইঞ্জিনিয়ারিং এর ভাষায় বলতে গেলে এটা লিনিয়ার ইন্ডাকশান মোটর।
ভারতে কিছুদিন আগে এমন ট্রেন আনার পরিকল্পনা চলছিল। বিশেষ কিছু লিমিটেশনের জন্য যা সম্ভব হয়নি,
প্রথমত শুরু করতে খরচ প্রচুর, এরপর এর লোডিং এর একটা লিমিট আছে, ভারতের মতো ওভারপপুলেটেড দেশে এটা মেইনটেন করা কঠিন।
লম্বা সোজা লাইনের প্রয়োজন, জমির সমস্যার জন্য এটা করা কঠিন।
তবে ভবিষ্যতে কোনোদিন নিশ্চই হবে এই আশাতেই থাকা ভালো।
Comments
Post a Comment