ইউনিভারসাল মোটর

এসি অথবা ডিসি দুটোতেই চলে এই মোটর , এটা ইউনিভারসাল মোটর। অনেকে আবার এটাকে আসি সিরিজ মোটর বলতে ভালোবাসেন।আগের পোস্টে আলোচনা হয়েছে এটা কীভাবে কাজ করে।
এখন যদি বলা হয় মোটর টা কে উলটো দিকে ঘোরাতে তা হলে কী করতে হবে? 
 খুবি সহজ ভাবে এটা করা যায়, ব্রাসের কানেকশন উলটে দিয়ে।
অনেক এপ্লিকেশন আছে যেখানে ভেরিয়েবল স্পীডের দরকার হয়, সেখনে উপায় হল স্পীড কন্ট্রোল।
সাধারনত তিন রকমভাবে এটা করা যায়—
১। মটরের সাথে ডাইরেক্ট রেজিস্টেন্স লাগিয়ে।
২।ফিল্ড ওয়াইন্ডিং এ বিভিন্ন স্থানে ট্যাপিং করে প্রয়োজনীয় ফিল্ড ইন্টেন্সিটি দিয়ে।
৩।সেন্ট্রীফিউগাল সুইচ ব্যবহার করে।
আজ এই পরযন্তই ।

Comments