নিজেই বানিয়ে ফেলুন খুব সহজে লাইন টেস্টার



কেমন আছেন সবাই,সবাইকে ২০১৫ শারদীয়ার শুভেচ্ছা জানাই
আজকে আমাদের আলোচনার বিষয় হল একটা খুবই পরিচিত ইলেক্ট্রনিক টুল লাইন টেস্টারএখন প্রশ্ন হচ্ছে এটা খায় না মাথায় দেয়
এখন বাড়ির ওয়ারিং হয় কংক্রিটের ভিতর দিয়ে, এখন যদি কোনো কারনে তার কথাও কেটে যায়, তাহলে কোথায় কেটেছে বুঝবেন কী ভাবে? তারের পলিমার কভারের বাইরে থেকে কোথায় তার কাটা তা বোঝাও সম্ভব নয় এই সমস্যার সমাধানে লাগে লাইন টেস্টার
                                                         
যখন পরিবাহী তে ভোল্টেজ থাকে তখন এর চারপাশে একটি ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ড উৎপন্ন হয় এই ডিভাইস্ টি এই ফিল্ডের উপস্থিতি কে শনাক্ত করে একটা এল ই ডি ইন্ডিকেটরের মাধ্যমে জানিয়ে দেয়
মাত্র কয়েকটি ট্রাঞ্জিস্টর দিয়ে বানানো এই সহজ সার্কিট টি
এন্টেনা হিসাবে একটু মোটা তার কে কুন্ডলী করে নিতে পারেন।পি এন পি ট্রাঞ্জিস্টর হিসাবে আমি বি সি ৫৫৭ এবং এন পি এন ট্রাঞ্জিস্টর হিসাবে আমি বি সি ৫৪৭ ব্যবহার করেছি।
               


এবার সার্কিট টি অন করে এন্টেনা কে তারের পাশ দিয়ে নিয়ে যান,যত দূর পর্যন্ত তারে ভোল্টেজ থাকবে, এল ই ডি টা জ্বল্বে, তারে কাটা থাকলেই নিভে যায়। এভাকে খুব সহজেই আপনি কাটা স্থান শনাক্ত করতে পারবেন। একই ভাবে স্থির তড়িৎ এর উপস্থিতি ও বুঝতে পারবেন এই ডিভাইস টি দিয়ে।
লেখা- অভিজিৎ মাইতি

Comments