নয়েজ তাও আবার ইলেকট্রিক্যাল। কী এই ইলেকট্রিক্যাল নয়েজ? কোথা থেকেই বা আসে?





নয়েজ তাও আবার ইলেকট্রিক্যাল কী এই ইলেকট্রিক্যাল নয়েজ? কোথা থেকেই বা আসে?
অবাঞ্ছিত ফ্রীকুয়েন্সীর কিছু বিদ্যুৎ তরংগ হল নয়েজ নানা ভাবে এটার উৎপত্তি হতে পারে ইলেক্ট্রিক্যাল ওয়ার লাইনে নয়েজ থাকতে পারে আবার ইলেক্ট্রোম্যাগ্নেটিক ওয়েভ নয়েজ সৃস্টি করতে পারে
কখোনো খেয়াল করেছেন, মনে করুন আপনার বাড়ির রেডিও টা চলছে ,এবার যেকোনো সুইচ অফ অন করতে থাকলে রেডিও তে একটা খট খট আওয়াজ শোনা যায় এটার কারন হল আর এফ আই
(রেডিও ফ্রিকোয়েন্সী ইন্টারফেয়ারেন্স)আবার টিভির কাছে রাখা মোবাইলে ফোন এলে টিভির সিগ্ন্যালে এর প্রভাব পড়ে আসলে যেকোনো ট্রান্সমিটিং এন্টেনা নয়েজ এর কারন হতে পারে
এখন আমরা যেহেতু নয়েজ চাইনা তাই আমাদের এটা বাদ দেওয়ার অন্তত পক্ষে কমানোর কথা চিন্তা করতে হবে
প্রসঙ্গত এখানে চলে আসে ফেরাইট এর কথা ,এটি একটি হাই রেজিস্টিভ ফেরোম্যাগ্নেটিক মেটেরিয়াল যখন ফেরাইট কোর দিয়ে কোনো ইন্ডাক্টর বানানো হয় তখন তার ইম্পিডেন্স অনেক বেশী হয়ে যায়
নয়েজ সাধারনত উচ্চ ফ্রীকোয়েন্সীর হয় আর ইন্ডাক্টর উচ্চ ফ্রীকোয়েন্সীর সিগ্ন্যাল কে তার ভিতর দিয়ে যেতে বাধা দেয়
আমরা সাধারনত যে ইলাক্ট্রিক্যাল ডিভাইস গুলো ব্যবহার করি তার সাথে যদি এই রকম ফেরাইট ফিল্টার জুড়ে দিতে পারি তাহলে নয়েজ সমস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া যেতে পারে
ল্যাপটপের চার্জার এর একদম শেষ প্রান্তের দিয়ে এই রকম একটি ফেরাইট নয়েজ ফিল্টার দেওয়া থাকে
কি ভাবে কোথায় আপনি নিয়েই এটি লাগাতে পারেন তার জন্য ইন্টারনেট থেকে কালেকশন করে কয়েকটা ছবি দিলাম
লেখা -অভিজিৎ মাইতি

Comments