সুইচ অন করার পরেও পাখা ঘুরছে না, হাত দিয়ে ব্লেড টা একটু ঘুরিয়ে দিতেই ওমনি ঘুরতে শুরু করল। কেন এমন টা হল?
সুইচ অন করার পরেও পাখা ঘুরছে না, হাত দিয়ে ব্লেড টা একটু ঘুরিয়ে দিতেই ওমনি ঘুরতে
শুরু করল। কেন এমন টা হল?
এমন প্রশ্ন অনেকের ই।উত্তর খোজার চেষ্টা করে যাক।
পাখার মোটর আসলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সমস্যা হল এই ধরনের মোটর নিজে থেকে
ঘোরা শুরু করতে পারে না।এই জন্যই ক্যাপাসিটর দিয়ে টেম্পোরারি ভাবে আরো একটি ফেজ তৈরি
করা হয়।এতে একটি ঘুরন্ত ম্যাগ্নেটিক ফিল্ড তৈরি হয় ফলে মোটর নিজে থেকে ঘুরতে পারে।
কোনো কারনে এই ক্যাপাসিটর টা দুর্বল হয়ে পড়লে বা খারাপ হয়ে গেলে এই সেকেন্ড টেম্পোরারি
ফেজ টা তৈরি হতে পারে না।ফলে নিজে থেকে ঘোরা শুরু করে না।
এখন যদি কেউ হাত দিয়ে মোটর তা একটু ঘুরিয়ে দেয় তা হলে মোটর স্টারটিং টর্ক পায় এবং
রোটর এর মোমেন্টাম বা ভরবেগের কারনে ঘুরতে থাকে।
Comments
Post a Comment