INDIAN RAILWAY 2016
ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে দশটি ইন্টারেস্টিং তথ্য।(দেখুন তো কতগুলো জানেন)
ইন্ডিয়ান রেলওয়ে নিয়ে দশটি ইন্টারেস্টিং তথ্য।(দেখুন তো কতগুলো জানেন)
১। প্রথম রেল যোগাযোগ চালু হয় ১৬ই এপ্রিল ১৮৫৩ সালে। মুম্বাই থেকে থানের মধ্যে।
২। ভারতে যত লম্বা রেললাইন আছে সব যোগ করলে পৃথিবী র নিরক্ষরেখা বরাবর দেড় বার পাক দেওয়া যাবে।
৩।মেতুপালায়াম নীলগিরি প্যাসেঞ্জার সবথেকে স্লো ট্রেন। স্পিড মাত্র ১০ কি.মি. প্রতি ঘন্টায়।
৪। সবথেকে জঘন্য ট্রেন গুয়াহাটি ত্রিভান্দ্রম এক্সপ্রেস। গড়ে লেট করে দশ থেকে বারো ঘন্টা।
৫। ইন্ডিয়াতে টোটাল প্রায় ৭৫০০ বড় স্টেশন আছে।
৬। একটানন কোথাও না থেমে ৫২৮ কিমি চলে ত্রিভান্দম নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস।
৭।একই যায়গায় দুটো স্টেশন শ্রীরামপুর আর বেলাপুর।
৮। সবথেকে লম্বা স্টেশন এর নাম Venkatanarasimharajuvaripeta। নিজ দায়ীত্বে উচ্চারণ করে নিন। আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি।
৯। সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন WAG 9, 6350HP
১০।প্রথম টানেল তৈরি হয় থানের কাছে, ১৮৬৫ সালে, নাম পারসিক টানেল।
আপনার জন্য প্রশ্ন : এই পোষ্টে একটা স্টেশন এর নাম দুবার আছে। কি সেটা?
কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে পারেন।
নলেজ ভাগ করলে বাড়ে, তাই চাইলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আগামি পর্বের জন্য লাইক রাখুন আমাদের পেজে।
আজ এই পর্যন্তই।শুভকামনা সবার জন্য।
(জ্যোৎস্না ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স)
Comments
Post a Comment