শহরের রাজপথ থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সন্ধ্যে হলেই ভরে যায় সোডিয়াম আলোয়। কিন্তু কী প্রযুক্তি কাজ করে চলে এর পেছনে?
"তোমার হলুদ আলোর মায়ায় জড়ানো আমার স্বপ্নের রাজপথ।"
লাইন টা কোথায় পড়েছিলাম মনে নেই। যাকে নিয়ে এই কবিতা আজকের আমাদের আলোচনা তাকে নিয়েই। সেই সোডিয়াম লাইট।
শহরের রাজপথ থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সন্ধ্যে হলেই ভরে যায় সোডিয়াম আলোয়। কিন্তু কী প্রযুক্তি কাজ করে চলে এর পেছনে?
তা হলে প্রথম থেকেই শুরু করি
প্রথম হ্যালোজেন ল্যাম্পের প্রোডাকশন করে ফিলিপ্স ১৯৩২ সাল নাগাদ। মেইনলি দু ধরনের ল্যাম্প হয়
১। লো প্রেসার
২। হাই প্রেসার
দুই ধরনের ল্যাম্পের কার্যনীতি প্রায় একই। এটা এক ধরনের গ্যাস ডিসচার্য ল্যাম্প। একটা বোরোসিলিকেট কাচের নল। তার ভিতর ভরা থাকে নিয়ন ও আর্গন গ্যাস আর সামান্য পরিমান সলিড সোডিয়াম। ইলেকট্রিসিটি পাঠিয়ে প্রথমে নিয়ন গ্যাস কে হিট করা হয়। এটা কম তাপমাত্রায় লালচে গোলাপি আলো দের। তারপর ৫ থেকে ৬ মিনিটের মধ্যে এটা ওই টিউবের মধ্যে থাকা সোডিয়াম কে বাষ্পীভূত করে। এই সোডিয়াম ভেপার ই এর পর হলুদ আলো ছড়াতে থাকে। এটা সোডিয়াম পরমানুর ভিতরের বিভিন্ন শক্তিস্তর থেকে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনের আনাগোনার ফলে হয়ে থাকে। এই রকম আয়োনাইজড গ্যাস কেই বলে প্লাজমা, যেটাকে পদার্থের তৃতীয় রুপ বলা হয়।
কেনই বা ইঙ্ক্যান্ডাসেন্ট বাল্ব (মানে ফিলামেন্ট দেওয়া যেগুলো) থাকতে এগুলোই ব্যবহার করা হয়???
কারন, এগুলো অনেক এফিসিয়েন্ট ,আলো উৎপাদনের পরিমান ওয়াট প্রতি প্রায় ১৯০ লুমেন( আলোর পরিমানের একক বিশেষ)।
এদের আলো মনোক্রোমাটিক ,মাত্র একটি ওয়েভলেন্থ থাকে, প্রায় ৫৯০ ন্যানোমিটারের হয় এটি। এজন্যই এর আলো একবর্নী হলুদ।
এই আলো অনেকটা এলাকা জুড়ে আলো দিতে পারে। এল ই ডি লাইটের মত দিন দিন এর এফিসিয়েন্সী এবং আলো উৎপাদনের পরিমান কমে যায়না। এর আলো কম চোখের ক্ষতি করে।
এই আলোতে রঙ চিনতে সমস্যা হয়। তাই ইনডোরে এর কোনো ব্যবহার নেই।
হাই প্রেসার ল্যাম্পে মার্কারি থাকে। এর কার্যনীতি একটু জটিল, এতে ইগ্নাইটার এবং চোক লাগাতে হয়। যদিও এর এফিসিয়েন্সী একটু কম। এর আলোর একটু সাদা হওয়ার কারনে এটা প্রচুর পরিমানে ব্যবহার করা হয়।
যত রকম ল্যাম্প থাকুক না কেন পড়ার ঘরে সব সময় লম্বা ফ্লুরোসেন্ট টিউব ই লাগানো উচিৎ। ( কারন টা পরের পোষ্টে লেখা হবে)
আপনার জন্য প্রশ্ন, সোডিয়াম কে জলে ফেলে দিলে কি হবে?
আজ এ পর্যন্তই ।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরো জানতে চোখ রাখুন আমাদের পেজে ।
লাইন টা কোথায় পড়েছিলাম মনে নেই। যাকে নিয়ে এই কবিতা আজকের আমাদের আলোচনা তাকে নিয়েই। সেই সোডিয়াম লাইট।
শহরের রাজপথ থেকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সন্ধ্যে হলেই ভরে যায় সোডিয়াম আলোয়। কিন্তু কী প্রযুক্তি কাজ করে চলে এর পেছনে?
তা হলে প্রথম থেকেই শুরু করি
প্রথম হ্যালোজেন ল্যাম্পের প্রোডাকশন করে ফিলিপ্স ১৯৩২ সাল নাগাদ। মেইনলি দু ধরনের ল্যাম্প হয়
১। লো প্রেসার
২। হাই প্রেসার
দুই ধরনের ল্যাম্পের কার্যনীতি প্রায় একই। এটা এক ধরনের গ্যাস ডিসচার্য ল্যাম্প। একটা বোরোসিলিকেট কাচের নল। তার ভিতর ভরা থাকে নিয়ন ও আর্গন গ্যাস আর সামান্য পরিমান সলিড সোডিয়াম। ইলেকট্রিসিটি পাঠিয়ে প্রথমে নিয়ন গ্যাস কে হিট করা হয়। এটা কম তাপমাত্রায় লালচে গোলাপি আলো দের। তারপর ৫ থেকে ৬ মিনিটের মধ্যে এটা ওই টিউবের মধ্যে থাকা সোডিয়াম কে বাষ্পীভূত করে। এই সোডিয়াম ভেপার ই এর পর হলুদ আলো ছড়াতে থাকে। এটা সোডিয়াম পরমানুর ভিতরের বিভিন্ন শক্তিস্তর থেকে বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রনের আনাগোনার ফলে হয়ে থাকে। এই রকম আয়োনাইজড গ্যাস কেই বলে প্লাজমা, যেটাকে পদার্থের তৃতীয় রুপ বলা হয়।
কেনই বা ইঙ্ক্যান্ডাসেন্ট বাল্ব (মানে ফিলামেন্ট দেওয়া যেগুলো) থাকতে এগুলোই ব্যবহার করা হয়???
কারন, এগুলো অনেক এফিসিয়েন্ট ,আলো উৎপাদনের পরিমান ওয়াট প্রতি প্রায় ১৯০ লুমেন( আলোর পরিমানের একক বিশেষ)।
এদের আলো মনোক্রোমাটিক ,মাত্র একটি ওয়েভলেন্থ থাকে, প্রায় ৫৯০ ন্যানোমিটারের হয় এটি। এজন্যই এর আলো একবর্নী হলুদ।
এই আলো অনেকটা এলাকা জুড়ে আলো দিতে পারে। এল ই ডি লাইটের মত দিন দিন এর এফিসিয়েন্সী এবং আলো উৎপাদনের পরিমান কমে যায়না। এর আলো কম চোখের ক্ষতি করে।
এই আলোতে রঙ চিনতে সমস্যা হয়। তাই ইনডোরে এর কোনো ব্যবহার নেই।
হাই প্রেসার ল্যাম্পে মার্কারি থাকে। এর কার্যনীতি একটু জটিল, এতে ইগ্নাইটার এবং চোক লাগাতে হয়। যদিও এর এফিসিয়েন্সী একটু কম। এর আলোর একটু সাদা হওয়ার কারনে এটা প্রচুর পরিমানে ব্যবহার করা হয়।
যত রকম ল্যাম্প থাকুক না কেন পড়ার ঘরে সব সময় লম্বা ফ্লুরোসেন্ট টিউব ই লাগানো উচিৎ। ( কারন টা পরের পোষ্টে লেখা হবে)
আপনার জন্য প্রশ্ন, সোডিয়াম কে জলে ফেলে দিলে কি হবে?
আজ এ পর্যন্তই ।কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরো জানতে চোখ রাখুন আমাদের পেজে ।
Comments
Post a Comment