গরমের সন্ধ্যা, লোডশেডিং তো লেগেই থাকে, তাই বলে কী স্টার জলসা দেখা বন্ধ করা চলে? পাওয়ার চলে গেলে কে আবার কষ্ট করে টিভির সুইচ বন্ধ করে,তার চেয়ে অন ই থাক, যখন কারেন্ট আসবে এমনই চলবে।
টিভি হোক বা ফ্যান যেকোনো বৈদ্যুতিক যন্ত্র খারাপ হবার পিছনে, এই সুইচ বন্ধ না করাই একটা প্রধান কারন।
কিন্তু প্রশ্ন হল কেন?
প্রতিবার লোডশেডিং এর পর যখন পাওয়ার আসে তার সাথে একটি হাই ভোল্টেজ স্পাইক আসে। এই হাই ভোল্টেজ স্পাইকই ফ্রিজের কম্প্রেসার কে অকেজো করে, এস এম পি এস এর সুইচিং সেকশন এর ট্রাঞ্জিস্টর কে খারাপ করে, মোটরে মেকানিকাল এবং ইলেক্ট্রিক্যাল স্ট্রেস তৈরি করে।
পেজের ইনবক্সে একজন প্রশ্ন করেছিল এই স্পাইক ভোল্টেজ কিভাবে সৃষ্টি হয়?
এর উত্তর লুকিয়ে আসে পদার্থের ম্যাগ্নেটিক প্রপার্টিরর ভিতর। একটা ফেরোম্যাগ্নেটিক
এবার যদি পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে ভাবা হয়,
আপনার বাড়িতে পাওয়ার আসে অনেক গুলি ট্রান্সফর্মার মারফত। এদের কোর তৈরি হয় ফেরোম্যাগ্নেটিক
এই স্পাইকের থেকে ডিভাইস কে বাঁচানোর জন্য বিভিন্ন প্রযুক্তি আজকাল ব্যবহার হচ্ছে যেমন তাই স্পীড সার্কিট ব্রেকার, পাওয়ার ডিলে সার্কিট আরো অনেককিছু।
তাই লোডশেডিং এর পর সবসময় টিভির সুইচ অফ করবেন।
আজ এই পর্যন্তই।
প্রীয়জনদের সচেতন করতে শেয়ার করতে পারেন।
Comments
Post a Comment