Tuesday, 13 January 2015

সার্কিট ডায়াগ্রাম কপি করার চেয়ে নিজেই বুঝে নিন ব্যাপার তা , নিজেই করুন নিজের সার্কিট (ধারাবাহিকপোস্ট =2)

এর আগে দেখে  নিতে পারেন     introduction    .diode নামটা সবাই নিশ্চয় শুনেছেন ,
 এটা হলো ইলেকট্রিক কারেন্ট প্রবাহের পথে একটি একমুখী গেট বিশেষ , আপনার বাড়ির দু পাল্লা র দরজার মত একদিকেই খোলে অন্যদিকে খোলে কি ?
এটাও একটা অর্ধপরিবাহী ডিভাইস , মূল তো germenium অথবা সিলিকোন এর সাথে কিছু অস্সুধি মিশিয়ে এটা  করা হয় ,এটার + এর সাথে ব্যাটারী এর + ,আর - এর সাথে ব্যাটারী এর নেগেটিভ প্রান্ত লাগেলে এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো  করবে ,


 উল্টো টা করলে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না , হলো তা হলে এক মুখিকারক ,

মনে করুন এই রকম দুটো diode একসাথে লাগানো আছে , এই হয়ে গেল transistor , কিন্তু আপনি বাড়িতে দুটো diode জোড়া লাগিয়ে transistor বানাতে পারবেন না ,
আসুন আবার জেনে নেই এর গঠন - এর তিনটি পিন থাকে ১. base ২. এমিট ৩.কালেক্টর
ছবি তা দেখুন -
এবার এই তিনটি পিনে একটু কায়দা করে ভোল্টেজ দিয়ে এটাকে কাজকরার মত করে এক্টিভেট করতে হবে
সবসময় একটা জিনিস মনে রাখতে হবে transistor যদি npn হয় base আর emitter থাকবে ফরওয়ার্ড বিয়াসে , মানে হলো ব্যাটারী এর +যোগ হবে বেসে আর - যোগ হবে emitter এ , এবং ব্যাটারী এর ( একটু বেসি  ভোল্টেজ এর )
+যোগ হবে কালেক্টর এ আর -যোগ হবে বেসে