এসি সিরিজ মোটর



ড্রীল মেসিন মনে হয় সকলেই সেখেছেন, বিচ্ছিরি শব্দ করে চলে।কান ঝালাপালা করে দেবার মতো অবস্থা।তবে যাই হোক এটা কিন্তু দারুন কাজের জিনিস।
আবার যারা সেলাই মেসিন চালান তারাও একধরনের মোটর ব্যবহার করেন।
এখন জানবার জিনিস হল এগুলো কি ধরনের মোটর , এদের সুবিধা অসুবিধা, কেনই বা এগুলো ব্যবহার করা হয় আর বেসিক হাতুড়ে মেরামতি।
এটা আসলে এসি সিরিজ মোটর, অনেকে এটাকে ইউনিভারসাল মোটর ও বলেন। এটি সাধারনত এসি এবং ডিসি দুটোতেই চলে। আরমেচার টি ডিসি মেসিনের মতোই।
দুপাশে দুটো কারবন ব্রাস থাকে।
যেসব কাজে টরক অনেক বেশি লাগে সেখানে এগুলো ইউজ করা হয়। যেমন ড্রীল, লেদ, গ্রাইন্ডার ইত্যাদি।
এইসব মোটরের স্পীড খুব বেশী হয়, প্রতি মিনিটে প্রায় ত্রিশ হাজার আর রিভোলিউশন হতে পারে।
কমন সমস্যা একটাই স্পারকিং আর ব্রাস খয়ে যাওয়া।
আপনি চাইলেই ব্রাসটা বাজার থেকা কিনে পালটে নিতে পারেন, আর স্পারকিং কমানোর জন্য আরমেচার টি কে পরিস্কার রাখুন। মোটরে স্পারকিং হলে এই অবস্থায় বেশি চালাবেন না। আশেপাশে দামী ইলেক্ট্রনিক্স পন্য যেমন মোবাইল রাখবেন না।


Comments