ইন্ডিয়ান রেলওয়ে আপনার সেফটির কথা কতটুকু ভাবে? আজকের পোষ্ট এমনি একটি ডিভাইস নিয়ে, যা দুর্ঘটনা থেকে ট্রেন কে বাঁচায়।

: ইন্ডিয়ান রেলওয়ে এক্সাম ২০১৬:
(পরীক্ষায় আসুক বা না আসুক জানতে ক্ষতি কী?)
ইন্ডিয়ান রেলওয়ে আপনার সেফটির কথা কতটুকু ভাবে?
আজকের পোষ্ট এমনি একটি ডিভাইস নিয়ে, যা দুর্ঘটনা থেকে ট্রেন কে বাঁচায়।
নাম VCD, পুরো নাম ভিজিলেন্স কল্ট্রোল ডিভাইস।
দুরপাল্লার যাত্রায় ট্রেন চালু করার পরে লোকোপাইলটের বিশেষ কিছু করার থাকেনা, অলস ভাবে সকল মিটারের গতিবিধিরর উপর নজর রাখতে হয়। কোনো কারনে, হতে পারে শারীরিক অসুস্থতা বা ক্লান্তি। গরম কালের ভোরের দিকে ড্রাইভার এর ঘুমে চোখ জড়িয়ে আসা একটা কমন ফ্যাক্ট। কিন্তু =এর ফলাফল হতে পারে মারাত্মক দুর্ঘটনা।
ড্রাইভার এর এই ঘুম কাটাতেই এই ডিভাইস এর আগমন।



এটা একটা মাইক্রোপ্রসেসর বেসড পোগ্রামড ডিভাইস। এটা একটা ডিলে সাইকেল হিসাব করে কাজ করে।  ড্রাইভার কে সবসময় কোনো না কোনো ডিভাইস অপারেট করতেই হবে। যদি কোনো কারনে এক মিনিটের মধ্যে পাইলট এর কোনো এক্টিভিটি না থাকে,এই ডিভাইস তা ডিটেক্ট করে এবং একটা হলুদ আলো ব্লিংক করাতে থাকে ড্রাইভার এর মনোযোগ আকর্ষণ করার জন্য,এর পরেও যদি পাইলট এর কোনো এক্টিভিটি না ধরা পড়ে তা হলে ডিভাইস টি পোগ্রাম অনুযায়ী আট থেকে দশ সেকেন্ড ধরে সাইরেন বাজাতে থাকে ও আলো জ্বালাতে থাকে। এর পরেও যদি লোকোপাইলট কিছু না করে,অটোমেটিক ভাবে ব্রেকিং সিস্টেম একটিভেট হয় এবং দাঁড়িয়ে পড়ে।
এই ডিভাইস টি চলে ব্যাটারি থেকে ১১০ ভোল্ট ডিসি তে।
                                        
কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করতে পারেন।
নলেজ ভাগ করলে বাড়ে, তাই চাইলে শেয়ার করুন বন্ধুদের সাথে। আগামি পর্বের জন্য নজর রাখুন আমাদের পেজে।
আজ এই পর্যন্তই।শুভকামনা সবার জন্য।
(জ্যোৎস্না ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স)

Comments